সব অভিমান আকাশের চেনা চেনা..
একটু আগে আমেরিকান ইমিগ্রেশন পার হলাম। কানাডায় আমেরিকান ইমিগ্রেশন অফিস আছে, তাই বর্ডার পার হবার আগেই সব কাজ হয়ে যায়। কোন ঝামেলাই হয়নি। বরং মেয়েটা তামাশা করলো একটু। কিন্তু বিপদ বাধল চেকিং এর সময়।
আমার ব্যাগে আর ফোনে সন্দেহ জনক কেমক্যিালের ট্রেস পাওয়া গেছে। নাম, প্রফেশন আর কোম্পানীর নাম শুনে 15 মিনিটে ছেড়ে দিল। কপাল একেই বলে!
এয়ারপোর্টের পিসিতে সামহয়ার দেখা যাচ্ছিল না। ফন্ট নামালাম। তারপর পোর্টেবল প্রসেস ম্যানেজার দিয়ে হালকা হ্যাক করতেই সব ফকফকা! বিকেল 4টায় যাব ডেট্রয়েট।
তারপর আরেক স্টেট..। বহুদিন পরে হ্যাক করে সিরিয়াস মজা পেলাম। 5 ডলারে 1 ঘন্টা পার করতে পারলে লারেলাপপা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।