আমাদের কথা খুঁজে নিন

   

: প্রেমের প্রথম দাবি তোমার-আমার



22/06/2005 মেয়েগুলো হেঁটে এল গুটি গুটি পায়ে ছেলেগুলো চেয়ে ছিল তাদের আশায় রোদ-ঝড়-বৃষ্টি পথ রুখেছিল তবুও আসবে বলে কথা দিয়েছিল... অভিমানী ছেলে যদি অভিমান করে ছুটে এল মেয়ে তাই ঝড়ের ভিতরে যখন শরীরে আসে প্রেমের বয়স শৃঙ্খলা নাই কোনো, নাই কোনো দোষ মুখ ফুটে কথা ঝরে, রাশি রাশি হাসি ঘুরে ফিরে "শুধু তোমাকেই ভালবাসি" হৃদয়ে তুফান উঠে, কাঁপাকাঁপি বাড়ে সিনেমা দেখার শেষে প্রতি রোব্বারে সাতদিন, চার উইক সারাটা বছর এভাবেই ভরে থাকে এই চত্বর হাসি হয় গান হয়, ঝগড়াও হয় এই ফাঁকে কেটে যায় কত না সময়! তারপর একদিন চেনা দুটি মুখ দেখিনা কোথাও আর - ভরে উঠে বুক কোনদিন আমরাও আর কোনদিকে চলে যাবো, ছুটে যাব এই ভিড় থেকে ঘর তুলে স্থিতু হব, পাকাপাকি হব দুইজন থেকে পরে চারজন হব ঘর নয় তবু এই ভাঙ্গা চত্বরে একদিন বলেছিলে হাতে হাত ধরে "এই হাত ছাড়বেনা কোনোদিন আর" প্রেমের প্রথম দাবি তোমার-আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।