আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির ছড়া-১

Good

বৃষ্টি বৃত্তান্ত মনসুর আজিজ টিপটিপ বৃষ্টি মাছ ভাজা চুলাতে রিমঝিম বৃষ্টি চাল ঝাড়া কুলাতে। টপাটপ বৃষ্টি কুলগাছ তলাতে চটাচট বৃষ্টি চপ্পল চলাতে। খিলখিল বৃষ্টি বুবুদের হাসিতে ঝনাঝন বৃষ্টি কী-বোডের বাঁশিতে। পটাপট বৃষ্টি শুটারের গুলিতে ফুড়ড়ুত বৃষ্টি দাদুদের কুলিতে। টেট টেট বৃষ্টি খুনিদের গুলিতে ফুলঝুড়ি বৃষ্টি রাজনীতি বুলিতে খটাখট বৃষ্টি হিল পরা জুতাতে খুটখুট বৃষ্টি শিলপাটা পুতাতে। ছড়ড়াত বৃষ্টি বাবুদের পিশুতে লেপটানো বৃষ্টিতে ঠোঁট মোছে টিসুতে। আকাশরে কান্না মাঝরাতে বৃষ্টি বহুরূপী বৃষ্টি কবিদের সৃষ্টি।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।