আমাদের কথা খুঁজে নিন

   

সময় লাগবে

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

যে ওয়েব সাইট বানিয়েছিনা, দেখলে নিজেই হেসেঁ ফেটে পড়ি, নরমাল ভাবে দেখলে তো সুন্দরই লাগে , মোটামোটি । কিন্তু যখনই আপলোড করে, দেখলাম, তখনই , । কোন সময় হোম পেইজ লোড হতে দেরী হয়, কোন সময় দ্রুত হয়, কোন সময় লেখা কিছু দেখা যায়, কিছু যায় না, একেবারে হ-য-ব-র-ল অবস্থা । কোন সময় লিংক এ ক্লিক করলেও আসে না। কোন সময় সাভর্ারই খুজেঁ পায় না । কোন সময় ডাটা কানেক্ট করার পরও খুজেঁ পাওয়া যাওয়া না । ভাষা না দেখার কারণ হল যে, আমি এটি জামার্ন ভাষায় করেছি,তাই সব কম্পিউটার সাপোর্ট করছে না ।লেখা বিকৃতি হচ্ছে , তার উপর এনিমেশন কাজ করছে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।