জীবনে প্রাণ আসুক। প্রতিটা মুহূর্তকে আমরা সুন্দর করে তুলি। দুপুর জাহেদ মোতালেব দুপুর দেখতে দেখতে কেটে যায় বেলা শৈশব বলে, আছে খেলা খেলার পর ঝাপাঝাপি। সেই সব রং কত কত অদ্ভুত পুরনো দুপুরের মতো। দল বেঁধে শুক্রবার ধরতে যাই হালদার চরে খেলি, ঝাপি। ঝাপি খুলে গেলে হয়ে যাই শুশুক। জল ছাড়া আর সব হয়ে যায় মিছে জলের পোশাক পরে বেড়াই ঘুরে শৈশবের পিছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।