সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই
শক্তির নিত্যতা সূত্র আমরা জানি। শক্তির জন্ম নাই, মৃতু্য নাই, খালি রূপান্তর আছে। এই মহাবিশ্বের শক্তির পরিমাণ নির্দিষ্ট।
তেমনিভাবে আরো দুটি নিত্যতা সূত্র আবিষ্কার করলাম। মাথায় আপেল পড়ে নাই, তবে সর্দি লেগেছে।
[গাঢ়] খোশমেজাজের নিত্যতা সূত্র [/গাঢ়]
পৃথিবীতে যে কোন মূহুর্তে খোশমেজাজে থাকা মানুষের সংখ্যা নির্দিষ্ট। নতুন একজন কেউ খোশমেজাজে থাকার অর্থ হচ্ছে পুরনো কেউ একজন খোশমেজাজ হারিয়ে বদমেজাজে আছে। এরই প্রবচনীয় রূপ হচ্ছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ।
[গাঢ়] পর্দার নিত্যতা সূত্র [/গাঢ়]
যে কোন নায়িকার ক্ষেত্রে পর্দার পরিমাণ নির্দিষ্ট। অর্থাৎ, সে যদি ছোট পর্দা থেকে ক্রমশ বড় পর্দায় যায়, তাহলে তার গায়ে পদর্া ছোট হয়ে আসে।
উদাহরণ, মঞ্চের নায়িকা টিভিতে গেলে আরো খাটো জামা পড়ে। টিভির নায়িকা সিনেমায় গেলে আরো উদাম হয়ে যায়। বলিউড থেকে হলিউডে গেলে সব পর্দা বিসর্জন দিতে হয়। এই আক্ষেপ থেকেই শামশাদ বেগম গেয়ে উঠেছেন, পর্দে মে রেহনে দো পর্দা না উঠাও ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।