আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে টুইনমস ট্যাবলেট নিয়ে কিছু বিষয় তুলে ধরতে চাই। টুইনমস নামটি সবারই কম-বেশি জানা। নামটি সবার কাছেই পরিচিত কম্পিউটার র্যাম আর পেন ড্রাইভে-এর জন্য। কিন্তু অতিসম্প্রতি টুইনমস ব্র্যান্ড এর ট্যাবলেট বাজারে এসেছে সেটাও হয়ত আপনাদের অজানা নয়।
সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য ও এক বৎসর এর বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে বিশ্বের অনেক গুলো দেশের সাথে সাথে বাংলাদেশেও এর পদযাত্রা শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জগতে টুইনমস এর এই যাত্রা বাংলাদেশের বাজারে একটু পরে হলেও আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে। একটু খেয়াল করলেই হয়ত আপনার পাশের আইটি শোরুম এ দেখতে পাবেন টুইনমস ব্র্যান্ড এর এই ট্যাবলেট।
TwinTAB- T7283GD1
আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি আছে এই ট্যাবলেট এর ভিতরে। http://www.twinmos.com থেকে নেয়া তথ্য অনুযায়ী তাদের নিন্মলিখিত মডেল গুলো আছে–
১. TwinTAB- T714
২. TwinTAB- T7283G
৩. TwinTAB- T7283GD1
৪. TwinTAB- T102D1
আজ আমরা তাদের ডুয়েল কোর থ্রিজি মডেল TwinTAB- T7283GD1 নিয়ে বিস্তারিত আলোচনা করব।
বিস্তারিত আলোচনার পূর্বে ছোট্ট কয়েকটি তথ্য জেনে রাখা ভাল- এই মডেলটি আন্তর্জাতিক মানসম্মত এবং CE & FCC সার্টিফিকেট প্রাপ্ত; সাথে আছে নিজস্ব IMEI নাম্বার যা আপনি চাইলে অনলাইনেও যাচাই করতে পারবেন।
এক নজরেঃ
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন
প্রসেসরঃ ১.৫ গিগা হার্টস
র্যামঃ ১ গিগাবাইট [DDR3]
ব্যাটারিঃ ৩৭০০ মিলি আম্পিয়ার আওয়ার
থ্রিজিঃ ৮৫০/২১০০ মেগা হার্টস, সাপোর্ট ভয়েস এবং ভিডিও কল।
জিপিএস নেভিগেশনঃ এজিপিএস।
ডিজাইনঃ
উচ্চতাঃ ১৯২.৩ মিলিমিটার
প্রস্থঃ ১২২.২ মিলিমিটার
পুরুত্ত্বঃ ১০.২ মিলিমিটার
ওজনঃ ৩৭০ গ্রাম
ডিসপ্লেঃ
ডিসপ্লের আকারঃ ৭ ইঞ্চি
ডিসপ্লের রেজুলেশনঃ ডব্লিউএসভিজিএ (WSVGA ) ১০২৪X৬০০ এইচ.ডি
হার্ডওয়্যারঃ
প্রসেসরঃ এমটিকে ৮৩৭৭, এআরএম কর্টেক্স এ-৯, ১.৫ গিগা হার্টস
সিম কার্ডের ধরনঃ প্রচলিত স্ট্যান্ডার্ড মোবাইল সিম
সিম কার্ডঃ সিঙ্গেল
চার্জারের ধরনঃ মাইক্রো-ইউএসবি
ইউএসবিঃ ইউএসবি ২.০ (USB 2.0 )
ব্লুটুথঃ ব্লুটুথ ৩.০
জিপিএসঃ এজিপিএস
ব্যাটারির ক্ষমতাঃ প্রতি ঘন্টায় ৩৭০০ মিলি অ্যাম্পিয়ার [৪ ঘণ্টার একটু বেশী]
মেমোরিঃ
র্যামঃ ১ গিগাবাইট
ইন্টারনাল মেমোরিঃ ৮ গিগাবাইট
মেমোরি কার্ডের ধরনঃ মাইক্রো এসডি
সর্বোচ্চ মেমোরি কার্ড ধারনক্ষমতাঃ ৩২ গিগাবাইট
সাথে যা থাকছেঃ
স্টেরিও হেড ফোন
ডাটা ক্যাবল
ট্রাভেল চার্জার
স্ক্রিন প্রটেক্টর
অটিজি ক্যাবল
উজার ম্যানুয়াল
দামঃ
বাংলাদেশে টুইনমস প্রোডাক্ট এর একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলোজিস এর সকল শাখা অফিস সহ অধিকাংশ অভিজাত আইটি শোরুম এ মাত্র ১৫৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
সুবিধাঃ
ফিচার এর দিক থেকে খুবই উন্নত, দামেও মোটামুটি হাতের নাগালে, ভাল ব্যাটারি ব্যাকআপ, অপারেটিং সিস্টেম খুব-ই স্থিতিশীল, সাথে অনেক গুলো ভাল মানের আপ্পস আছে, থ্রিজি ভয়েস আর ভিডিও কল এর জন্য খুবই চমৎকার আর সাথে তো ১ বছর এর বিক্রয়োত্তর সেবা থাকছেই।
অসুবিধাঃ
ট্যাবলেট টি তে কোন HDMI পোর্ট নেই, ফ্রন্ট সাইডে কোন লাঊড স্পিকার নেই।
এক কথায় বলতে গেলে, ট্যাবলেট টি চমৎকার। বাবহারে এখন পর্যন্ত তেমন কোন প্রব্লেম চোখে পরেনি। Skype Video Calling এর জন্য অসাধারন। ট্যাবলেট টি সকল থ্রিজি নেটওয়ার্ক এই কাজ করবে যেহেতু বাংলাদেশ এর সব অপারেটরই থ্রিজি এর জন্য ২১০০ মেগা হার্টস frequency ব্যাবহার করে থাকে।
বিস্তারিত স্পেচিফিকেশন জানতে ঘুরে আসতে পারেন http://www.twinmos.com অথবা http://www.twintab.net থেকে। ধন্যবাদ! ভাল থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।