আমাদের কথা খুঁজে নিন

   

দুবর্ৃত্তের গুলিতে নিউইয়র্কেবাংলাদেশীর মৃতু্য

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

দুবর্ৃত্তের গুলিতে নিউইয়র্কে সাঈদ আলমগীর ভুঁইয়া (32) নামে এক বাংলাদেশী ক্যাব চালকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। টানা দুই শিফটে গাড়ি চালানোর পর আলমগীর যখন তার গনত্দব্যে ফিরছিলেন, সেসময় আটলান্টিক এভিনিউয়ের কাছাকাছি আসলে দুর্বৃত্তরা তার কাছে অর্থ দাবি করে। তিনি তাদের প্রতিহত করতে চাইলে তাদের একজন পিস্তল ঠেকিয়ে আলমগীরের মুখে গুলি করে।

ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নিহতের গ্রামের বাড়ি যশোরের নড়াইল থানায়। বিবাহিত জীবনে তিনি দুই সনত্দানের জনক। নিউইয়র্কে তার কোনো নিকটাত্মীয় না থাকায় লাশ দেশে পাঠানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ ব্রকলিনের ইন্টারপিড হাসপাতালে ছিল।

নিউইয়র্কের যশোর এসোসিয়েশনের সম্পাদক আব্দুল মজিদ লাশ দেশে পাঠানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন এবং তিনি অর্থ তহবিলে সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন। :::: বাংলাদেশ হাই কমিশন কি করে? ? ? :::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.