আমাদের কথা খুঁজে নিন

   

বই পরিচিতিঃ[রং=#808080] রাহুল সাংকৃত্যায়ন এর 'ভোলগা থেকে গঙ্গা'[/রং]

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সামহয়্যারইন এর সু ব্লগার মাশার সমৃদ্ধ সংগ্রহশালা হতে বইটি পড়তে এনেছিলাম। 374 পৃষ্টার বই খানি পড়তে একটু বেশী সময়ই লেগেছে আমার। কিন্তু সময় করে যে কবার বসেছি বদ্ধ নিঃশ্বাসে পড়েছি অনেকখানি করেই। পাতার পর পাতা যাদুমন্ত্রে টেনে নিয়েছে সামনে। ছোট ছোট ঘটনার নিখুত বুনন এ 6000 খৃষ্টপূর্ব কাল হতে 1947 খৃষ্টাব্দ পর্যন্ত ধরনীর বুকে আমাদের উপমহাদেশের ইতিহাসের ধারাবাহিক বিবর্তন ফুটে উঠেছে বইটিতে।

রাহুল সাংকৃত্যায়ন(1893-1966) এর "ভোলগা থেকে গঙ্গা" গ্রন্থটির প্রধম আবেদন এর আখ্যান বসতু। সমস্ত গ্রন্থটির ছোট ছোট কাহনী বা আখ্যানের পেছনে আলোকপাত হয়েছে বিরাট পটভূমিকার উপর ঐতিহাসক সত্য বস্তুর। প্রায় 6000 খৃষ্টপূর্বকালে ভারতের সুদূর উত্তর পশ্চিমে ভোলগার তীরে অরন্যতুষারচ্ছন্ন পরিবেশে যে মানবগোষ্ঠীর পদচারণা শোনা গিয়েছিল......তাদেরই জীবন এবং অবস্থানের ঐতিহাসিক ভিত্তি এবং কিছু কল্পনায় বোনা কাহিনী নিয়ে এ গ্রন্থের কাহিনীর যাত্রা ঘটে। কাল ক্রমে সে হিন্দে ইউরোপিয়ান জাতি আর্য নামে ভারত বর্ষের গাঙ্গেয় উপত্যকায় বসতি স্থাপন করে। মিশ্রন ঘটে এখানের অনার্য, দ্রাবির যত জাাতির সাথে।

গ্রন্থের কাহিনীগুলো কাহিনী হলেও নিছক কল্পনা প্রসুত নয়। সেকানেই গ্রনহকারের মহান কৃতিত্ব। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ের দিকে লক্ষ্য রেখে কাহিনীগুলো ধারাবাহিক ভাবে রচিত হয়েছে। অনেক সময় কিছু কাল্পনিক চরিত্র আসলেও অধিকাশ চরিত্রের ঐতিহাসিক ভিত্তি বা অবসহান আছে। মূল বইটি হিন্দি এবং বাংলায় অনুবাদের সময় নতুন সংস্করনে 'ভোলগা থেকে গঙ্গা ' ও সাথে 'কনৈলা কি কথা' ও অনুবাদ ও একত্রে প্রকাশ করা হয়েছে।

শেষের অংশে গঙ্গার তীরবর্তী কিছু বিশেষ অঞ্চলের নানান ধারবাহিক ঘটনায় খুষ্টপূর্ব 2300 কাল হতে 1947 পর্যন্ত ঘটনা একইভাবে সমৃদ্ধভাবে ফুটে উঠেছে। ইাতহাস এর অজানা অনেক ক্রম স্মৃতির পটে নুতন নতুন পদচিহ্ন একে দিল এমন সুন্দর একটা বই পঠনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।