আমার ব্যক্তিগত ব্লগ
সিমি আগারওয়ালের একটা ইন্টারভিউতে জ্যাকি চানকে দেখলাম। একজন মানুষ কতটা সৎ হতে পারে তার মনের ভাব প্রকাশের সময়, সেটা ওনাকে দেখে বুঝলাম। আমি মুগ্ধ।
নিচে যতদূর মনে পড়ে তুলে দিচ্ছি ( ভাল না লাগলে মনে করবেন, আমার বর্ণনা ঠিক মতোন হয়নি)...
জ্যাকি চ্যান বললেন, আমেরিকায় উনি প্রথমে ভালো নাম করতে পারেন নি, ওখানকার ডিরেক্টরদের ধারণা উনি ভালো ইংলিশ বলতে পারেন না। তাকে তারা ইংলিশ শেখানোর চেষ্টা করেছে।
ওনার মতে ইংলিশ উনি কোনদিনও বলতে পারবেন না, তাতে তার ছবির মান তো নিচে নামছে না?
ওরা চায় উনি অভিনয় করবেন সুপার ম্যানের মতোন, কোন কিছুই তাকে আটকে রাখবে না, ব্যাথা দিবে না। কিন্তু উনি অভিনয় করেন খুব সাবলিল ভাবে, সেখানে ব্যাথা পেলে কান্না আছে, 5 জন একসাথে ধরলে, নায়ক পালিয়ে যাবার চিন্তা করবে এটাই স্বাভাবিক...
ওরা মনে করে হংকং জাপানের একটা অংশ..। ব্যার্থ হয়ে উনি হংকং এ ফিরে গেলেন।
পরে কয়েক বছর পর উনি সেলিব্রেটিদের কাছে শুনলেন (যেমন আর্লন্ড সোয়ার্জেনেগার) জ্যাকি চ্যান তাদের প্রিয় অভিনেতা। কখনোও কখনও মানুষের মুখে শুনতেন, আরে আমেরিকাতে তার নামে দোকানের একটা কোনা পুরো পুরি দিয়ে দেয়া হয়, ইত্যাদি ইত্যাদি।
[বি:দ্্র: পরের পর্বে আমি তার প্রেম নিয়ে বলব]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।