মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
আজ সারাদিন বিশ্রী রকমের বৃষ্টি হল। মৌচাক স্টাইলে প্যাচ প্যাচে কাদা। রান্না ঘরে ঢিলে হয়ে যাওয়া ওয়াশারের কল্যাণে কল দিয়ে যেমন টিপ টিপ পানি পড়ে ঠিক তেমনি, তবে মাঝে মাঝে কিশোরীর আলতো সর্পশ পাওয়া বালকের মত ড্যাব ড্যাব করে।
কি বিতিকিচ্ছি ব্যাপার। আমার ছাতাটা কোন এক অজানা বিরহে বৃষ্টির সময় আমার কাছ থেকে দূরে থাকে।
সারাদিন কাক ভেজা।
ভাল খবর আজ গ্রানাডা থেকে একটা পোস্ট কর্াড এসেছে। ব্লগানোর কল্যাণে একটা শুভাশীষ পেলাম। নীচে নামটা ভূমধ্যসাগরীয় কোন রমনীর হলে , এক প্রস্থ দেহাতী নাচ দিতাম। এখন ভীষণ আনন্দিত বোধ করার মধ্য দিয়েই ধন্যবাদ জানাই প্রেরককে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।