আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা
শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস,
তোমায় দিলাম আজ।
আর কিইবা দিতে পারি?
পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি
ফুটপাতঘেঁষা বেলুন গাড়ি
সূঁতোবাধা যত লাল আর সাদা-
ওরাই আমার থতমত এই শহরের রডোডেনড্রন---
তোমায় দিলাম আজ। ।
কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোরা
সবথেকে উঁচু ফ্যাটবাড়িটার সবথেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ। ।
পারব না দিতে
ঘাঁসফুল আর ধানের গন্ধ
সি্নগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুঁসফুঁস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস---
তোমায় দিলাম আজ । ।
------------------------------------------------------------------------------
মহীনের ঘোড়াগুলির "তোমাকে দিলাম"। দিয়েছিলাম...আবার দিলাম। প্রথম পাতার জন্য নয়,শুধুই র ু'র জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।