চাঁপাইনবাবগঞ্জে এবার মাত্র দেড় মাস বয়সী আমের চারা গাছে আম ধরেছে। বিষয়টি জানতে পেরে অনেকেই আবাক হয়ে গাছটি দেখার জন্য গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামে কয়েস উদ্দীনের ছেলে আব্দুল মান্নানের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
আব্দুল মান্নান জানান, মাস দেড়েক আগে তারা একটি আম খেয়ে এমর আঁটি (গুঠি) বাড়ীর এক পার্শ্বে ফেলে দেন। কিছু দিন পরেই সেই আঁটি থেকে চারা গজায়। একপর্যায়ে তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করেন ৫ ইঞ্চি উচ্চতার সেই গাছটিতে এসেছে মুকুল এবং সেই মুকুল থেকে আমের ৫ টি গুটির জন্ম হয়েছে।
বর্তমানে ৫ টির মধ্যে ২ টি গুটি বাচ্চারা ছিড়ে ফেললেও বর্তমানে ৩ টি গুটি ধীরে ধীরে বড় হচ্ছে। গুটিগুলো শেষ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক আমে পরিণত হয় কিনা এখন দেখার বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।