আমাদের কথা খুঁজে নিন

   

=বিশ্লেষিত সায়াহ্ন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আমাতে দিয়েছ আত্মা-বিচিত্র হে মহানুভব প্রশান্ত চিত্তে সিজদা করি নিশিদিন আপনারে, যে মন পেয়েছি না চাহিতে জন্মোপারের পারাবারে; কি নেই সেখানে? অজস্র অসুন্দর-সুন্দরের অনুভব। চেতনার বল-এ বলিয়ান আত্মারে পাই কখনো আলোকিত, কখনো বা অাঁধারের অমানিশা ঘেরা এক নিপতিত নিবিষ্ট কীটসম; ক্ষণকাল, দিন, মাস পরে বুঝি আপাততঃ কালিমা ঢেকেছে তাকে। কল্যাণের সুবর্ণ সুযোগ পরিমিত। যে চায় মধ্যাহ্ন রবি'র ছটা, সে কখনো খোঁজে না গলি পথ ঘনঘটা। কালো রাত্রির ভয়ে দাঁড়িয়ে যায় বুকের পশম, পৃথিবীর দিন-রাত অবিরাম, অলংঘনীয়; নেই উপশম।

আঁধার-ফলা ভূমি চষে ফলাবো আলো -দেখবো পথ। আকাশে আকাশে গর্জে উঠে মেঘমালা, ধমকায় বিজলী-বজ্র! তুফানে তুফান হাঁকে জীবনের অনেকটা পথ, এই বেলা কেটে যাক আলস্যে, তন্দ্রায়; ওবেলা নেব শপথ। জীবন হাটের হাটুরী জানো না কখন ভেঙ্গে যাবে হাট; হাওয়ার দমকায়। মরণ ফিরিশতার ডাক আসবে, কে জানে, কোন অবেলায়! কি আছে কড়ি-কাঠি? খড়িমাটি দিয়ে দিনমান এঁকেছি কোন সে মায়ার ছবি? কি পাবো প্রতিদান এই অক্লান্ত শ্রমের, না কি বিপুল অর্জনের সারাবেলায়? সফলতার পাওনাতে ভরে আছে বাড়ীঘর, পকেট, হিসাব সঞ্চয়ী; আফসোসে মরি! ধুলো-বালি ঝাড়তে গিয়েই ভেঙ্গে যায় আমার সম্মাননার সারি। কতদিন র'বো মনে মনে অজানায়; যেমন ফুল ঝরে, যেমন মানুষ মরে, তেমনি ধ্বংস হবে এ ভুবনময়ী! পেলাম-দিলাম যা কিছু তোমাদেরে; যদি জানতাম ফলাফল কি পেয়েছি।

কঠিন সময়ের অরণ্যে কিছু কিছু লাবণ্য প্রহরে ভালবাসা করেছিলাম বিনিময়। মেঘনার তীরে আর নীল-নহরে পানসী ভাসিয়েছি কত, ভুলেছি অনন্ত পাথেয়'র শতদল। বয়সের পরিমল.... আমারে না জানায়ে লুটে নেয় কোন অলিদল, জমা করে ভাল-মন্দের হিসেবী খাতা। পরিণাম কি সুখের? হায়! কতটা দুঃখের যদি জানতাম, সুশান্ত সমাপন আর অনন্ত প্রশান্তি পেতে বদল করতাম ধারা জীবনের; মিথ্যা, ভ্রান্তি, গাফলতী আর জেনেও না মানার নিয়মের। 04.09.2006 খণ্ড মেঘের আড়াল করা শেষ প্রহরের রাত, রাবওয়া, রিয়াদ, সেীদি আরব।

ছবির জন্য [link|http://www.amalfihome.com/area/mSunset-way-to-monestary_04.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.