আমাদের কথা খুঁজে নিন

   

[সাইজ=3] ইচ্ছে না স্বপ্ন ? নাহ একটু মজা!!![/সাইজ]

যখন যেমন, তখন তেমন

[সাইজ=3] আমি মানিকগন্জের মানিক, জামালপুরের জামালের পরামর্শ মতো ঢাকা বেড়াইতে গিয়া, ভূত দেখিয়া ভয় পাইয়া পলাইয়া ধোলাইখালে গিয়া বেধড়ক ধোলাই খাইয়া এলিফ্যান্ট রোডে আসিয়া বিশাল এক হাতির বিশাল লাথি খাইয়া ল্যাংড়া ও লুলা হইয়া চিকিৎসার আশায় ভুয়াপুর গিয়া এক ভুয়া ডাক্তারের কাছে প্রতারিত হই । অতঃপর সুনামগন্জের এক সুনামী ডাক্তারের সাহায্যে সুস্থ হইয়া হবিগন্জ যাইতেই এক হবি চাগাইয়া ওঠে । হবি পূরন করিতে, রংপুর গিয়া কুড়িগ্রামের কুড়ি টাকা দিয়া লালমনিরহাটের লাল ও নীলফামারীর নীল রং কিনিয়া পঞ্চগড়ের পাঁচ টাকায় গাইবান্ধার গাইয়ের দুগ্ব পান করিয়া লক্ষ্মী হওয়ার আশায় লক্ষ্মীপুর যাত্রাকালে, বান্দরবানের কতিপয় বান্দর আমাকে কিলাইয়া ঘুষাইয়া সাতীরায় প্রেরন করে ।সাতীরার হাসপাতালে সাত দিন থাকিয়া সুস্থ হইয়া বাড়ি ফিরিয়াছি । দোয়া করিবেন যেন ভবিষ্যতে জয়পুরহাট গিয়া শেরপুরের শের ও ময়মনসিংহের সিংহকে পরাস্থ করিয়া জয়লাভ করিতে পারি ।[/সাইজ] (ক্লোজআপহাসি) "সংগ্রহীত"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।