আমাদের কথা খুঁজে নিন

   

সেমিষ্টার ব্রেক



গত কিছুদিন ধরে মনটা খারাপ। এর কোন কারন জানা নেই। তিন রাত আমার চোখে ঘুম ও নেই। তাই জিতু আদনান আর রনি ভাইকে নিয়ে কার্ড খেলি............ কার্ড খেলতে বসলে সময়ের কোন খবরই থাকে না। গতকাল সন্ধ্যায় বসলাম উঠলাম রাত 1.25 এ।

তখন ঝির ঝির করে বৃষ্টি পড়ছিল আর সাথে ঠান্ডা বাতাস। তারপর রনি ভাই বলল মিতেব খিচুরি রান্না করলে কেমন হয়??আমি কিছু বলার আগেই ফাহিম ভাই বলল ভালই হয়,বুদ্ধিটা খারাপ না................. তারপর সবাই মিলে খিচুরি রান্নায় রনি ভাইকে সাহায্য করলাম। আর ফাহিম আর রিন্টু ভাই করল ডিম ভুনা। রান্না শেষ হল 2.00টায়। খাইতে খাইতে 2.35 ।

তারপর আবার আড্ডা। চলল ভোর 6টা পর্যন্ত। তারপর বাসায় এলাম এমপি থ্রি টা কানে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তারপর আবার রনি ভাই কে ফোন দিলাম। কোন কাজই হল না।

টিভিটা অন করলাম.........কিছুই ভাল লাগছে না। কি করা যায় বুঝতে পারছি না। সেমিষ্টার ব্রেক খুবই বিরক্তিকর। গত 20 দিন তো একদমই বোর ছিল........ব্লগে ঢুকলাম পোষ্ট দিলাম। দেখি এবার কি হয়???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।