আমাদের কথা খুঁজে নিন

   

হে পুত্র, তুমি যখন যৌবনে পৌছবে তখন পড়ো এই চিঠি

িলখেত চাই, আমার পরানো যাহা চায় হে পুত্র, তুমি যখন বড় হবে, তুমি যখন যুবক হবে তখন তোমার কোন কোন বন্ধু হয়তো তোমাকে ধূমপানের অফার করবে। তুমি জীবনের প্রথম সিগারেটটি হাতে নেয়ার আগে হয়তো এক সেকেন্ডের জন্য চিন্তা করবে তুমি তা গ্রহন করবে কি না? আশে পাশে তাকিয়ে দেখবে তোমার বান্ধবীরা কৌতুহলের দৃষ্টিতে তাকিয়ে আছে, তোমার পুরুষালি ভূমিকা দেখার জন্য। ঠিক এই মুহুর্তটিকেই আমি আমার এই চিঠি পাঠ করার উপযুক্ত সময় বলে মনে করছি। হে পুত্র মনে রেখ, তোমার জন্মদিনকে, শুধু তোমার জন্মদিনকে অভিনন্দন জানাতে আমি আমার ১২ বছরের বেশী সময়ে অভ্যস্থ ধূমপানকে ত্যাগ করেছি চিরদিনের জন্য। তোমার বয়সতো পাচ, মনে রেখ তুমি তোমার বয়স দিয়ে আমার ধূমপান ত্যাগের বর্ষপূতি নির্নয় করতে পারবে। আগামী ২৬ শে জানুয়ারী ধূমপানত্যাগের বর্ষপূতি অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনি আমন্ত্রিত। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।