আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
1966 সাল থেকে শুরু হওয়া জ্যামাইকানদের নটিংহিল কার্নিভাল এখন ইংল্যান্ডে আফ্রিকা, দক্ষিন আমেরিকাসহ সারাবিশ্বের কালো মানুষদের সবচেয়ে বড় উৎসব। দুইদিন ব্যাপি এই উৎসবের প্রধান আর্কষণ হলো ছন্দের তালে তালে মোটর গাড়ির উপর বিভিন্নদেশ থেকে আসা শিল্পীদের গানবাজনা আর তার পেছনে পেছনে মনোরম পোশাক আশাকে নৃত্যশিল্পীদের নাচ, শোভা যাত্রা।
নটিংহিলের নাম বোধ করি কাউকে মনে করিয়ে দিতে হবে না। জুলিয়া রবার্টসের সেই ভূবনজয়ী হাসি যে দেখেছে, সে কি করে নটিংহিলের কথা ভুলতে পারে।
রবিবার উইকন্ডের ছুটিতে তিনটার দিকে বেড়িয়ে পড়লাম কার্নিভাল দেখার জন্য। মার্বেল আর্চের কাছাকাছি আসতেই টিউব বন্ধ হয়ে গেল, আর যাবে না। কারন দুই স্টপ পড়েই নটিংহিল আর ওই দিকে টিউব বন্ধ আছে।
মার্বেল আর্চ থেকে বের হলেই হাইড পার্ক। বিশাল পার্ক, বিশাল বললে হয়তো বরং কমই বলা হবে।
রৌদ্রজ্জ্বল বিকেল, চনমনে রোদ। পার্কে ঢুঁকেই মন ভাল হয়ে গেল। কেউবা বক্তৃতা দিচ্ছে ( এখানে সবাই নিজের ইচ্ছে মতো কথা বলতে পারে, আগ্রহী ব্যক্তিরা তাকে ঘিরে তার কথা শুনে ), কেউবা এই ফাঁেক রোদ পোহাচ্ছে। আমরা হাঁটা শুরু করলাম, বেশ কিছুটা পথ পার হতে হবে।
এইদিক থেকে লন্ডনের অভিজাত এলাকা শুরু, কেনসিংটন, হাইড পার্ক, নটিংহিল।
পার্ক পার হতেই অনেক সময় লেগে গেল। মাঝপথে দেখি রাস্তার পাশে চিত্রশিল্পীরা নিজেদের শ্লিল্পকর্ম পার্কের দেয়ালে লাগিয়ে বিক্রি করছে।
নটিংহিল পৌছাতে পৌছাতে প্রায় পৌনে একঘন্টা লেগে গেল। কাছাকাছি টের পেলাম আমাদের জন্য কি অপেক্ষা করছে!!!
আপনারাও অপেক্ষা করুন পরের পর্বের জন্য, আপাতত এতটুকুই। অফিসের অপেক্ষা কাজ পরে আছে, একটু সামলে নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।