আমাদের চারপাশে এখন যারা সফল মানুষ। কেমন তারা ? তারা চালাক মানুষ। তাদের বাড়ী আছে । গাড়ী আছ্। ে আছে অফুরন্ত টাকা ।
কিন্তু তাদের নৈতিকতা ? এ প্রশ্নের উত্তর দেবার আগে আসুন দেখি বোকা মানুষের কেমন? নাম তার জাফর ইকবাল । নামের আগে একটা ডক্টরেট ডিগ্রি আছে । ছিলেন পৃথিবীর ভুস্বর্গে - মানে মার্কিন মুলুকে । পেতেন টাকা নয় ডলার । করতেন অধ্যাপনা ও গবেষনা ।
কিন্তু দেশের টানে ফিরে এলেন বাংলাদেশে । যেহেতু কোন রাজনৈতিক দলে নেই তাই ঢাকা ভার্সিটিতে ঠাঁই হলে না । সিলেট ইউনিভার্সিটিতে যোগ দিলেন । সত্য বলার মতো সৎ সাহস দেখালেন । বাসায় বোম পড়তে লাগলো ।
কি বোকা মানুষই না তিনি ? কোন রাজনৈতিক দলই তাকে পছন্দ করে না । এমনকি যে কোনদিন পৈত্রিক প্রাণটা হারাতে পারেন? এ রকম আরেকজন বোকা মানুষ হুমায়ুন আজাদ। যিনি চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করতেন । কি দরকার ছিল তার এই ধারনা করার? ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । যদি এই সব চিন্তা না করতেন তাহলে আরামইে থাকতে পারতেন ।
বেছে নিতেন একটি রাজনৈতিক দল । হয়ে যেতেন ভিসি। তিনি এখন মৃত। এখন যারা সত্যিকারের দেশকে ভালোবাসেন , তারা বোকা মানুষ। কিন্তু আমাদের দেশে এই ধরনের বোকা মানুষদের দরকার বড় বেশী ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।