সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
ইকারুসের আকাশ কবিতাগ্রন্থের ইলেকট্রার গান কবিতায় কবিশ্রেষ্ঠ শামসুর রাহমান লিখেছিলেন-
শ্রাবনের মেঘ আকাশে আকাশে জটলা পাকায়
মেঘময়তায় ঘন ঘন আজ একি বিদ্যুৎ জ্বলে। মিত্রকোথাও আশে পাশে নেই, শান্তি উধাও;
নির্দয় স্মৃতি মিতালী পাতায় শত করোটির সাথে।
নিহত জনক এ্যাগামেনন, কবরে শায়িত আজ।
কবিতাটি যাকে নিয়ে লিখেছেন কবি তিনি আর কেউ নন, বাঙ্গালী জাতির জনক- রাজনীতির কবি । মহান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 5 এপ্রিল নিউজ পত্রিকা যাকে বলেছিলো 'পোয়েট অব পলিটিকস'। রাজনীতির কবির বিদায়ে ভারাক্রান্ত কবি লিখেছিলেন ওই ইলেকট্রার গান।
আজ সেই কবি নিজেই জীবন সংগ্রামে লড়ছেন বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অথচ রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুলের পর শামসুর রাহমান আমাদের কবিতার বড় সম্পদ। আমাদের প্রত্যাশা বাধ্যকের জড়তাকে পরাজিত করে তারুন্য উদ্দীপ্ত কবি আবার ফিরে আসবেন আমাদের সামনে অফূরন্ত জীবনি শক্তি আর উজ্জ্বল সম্ভাবনার প্রতিক হয়ে...
ছড়াকার লুৎফুর রহমান রিটনের সুরে কনঠ মিলিয়ে বলতে চাই--
প্লিজ ওয়েক আপ শামসুর রাহমান
অসহ্য প্রতীক্ষার হোক অবসান
তোমার বাংলাদেশ তোমাকে ডাকছে
তুমি সাড়া দাও
কী আশ্চর্য!
কবি তুমি এখনো ঘুমাও !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।