আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
"স্বাধীনতা তুমি রবীঠাকুরে অজড় কবিতা, অবিনাশী গান" এর স্রষ্টা দেশ বরেণ্য কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
78 বছর বয়সী কবির ফুসফুসে পানি জমেছে, লিভার এবং কিডনিও রোগাক্রান্ত হয়েছে। একই সঙ্গে তিনি আক্রান্ত হয়েছেন জন্ডিসেও। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউর 1 নং শয্যায় চিকিৎসাধীন কবিকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশবরেণ্য কবি হূদরোগে ভুগছিলেন।
অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে গত রোববার দুপুরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বোর্ডের সদস্য ডা. ইকবাল গনমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া পর্যবেক্ষণ শেষে তারা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে এমন শারীরিক অবস্থায় কবিকে বিদেশে নিয়ে যাওয়া যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
অসুস্থ কবিকে দেখতে গতকাল সোমবার দিনভর তার অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং আত্দীয় স্বজন হাসপাতালে ভিড় জমান।
এ মুহূর্তে কবির সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ না করার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।
আসুন জাতি, ধর্ম, বর্ণ, মতভেদ উপেক্ষা করে যার যার অবস্থান থেকে সৃষ্টি কতর্ার নিকট আমরা আমাদের অভিবাবক কবির আশূ রোগমুক্তি কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।