আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্লগ ও ব্যাক্তি জীবন

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ব্লগের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকেই। ব্লগে কি নিয়ম কানুন থাকবে তা নিধর্ারন করলেন কর্তৃপক্ষ বিশাল আয়োজন করে, ব্লগারদের কাছ থেকে সরাসরি মতামত নিয়ে। একসময় তৈরী হলো ব্লগের সংবিধান। আমার ধারনা ছিল যেহেতু ব্লগে দেশের কোন পলিটিক্যাল মুরুবি্ব নেই, দূনীতিবান-ঘুষখোর ভদ্রলোক নেই, আছে একদল প্রতিভাবান তরুন তারা নিশ্চই অতন্ত্র প্রহরীর মত ব্লগের আইন-কানুন রক্ষার ব্যবস্থা করবে। কিন্তু দেখা গেলো প্রায়ই নিয়ম ভাঙ্গা হচ্ছে, কাদা ছোড়া-ছুড়ি হচ্ছে, গালাগালি হচ্ছে, নোংরামি-খাচরামি হচ্ছে। কিছু সচেতন ব্লগারা নিজ দায়িত্বে এগুলো মোকাবেলা করেছেন, যাতে ব্লগে একটা পরিচ্ছন পরিবেশ থাকে। তর্ক-বির্তক, ঝগড়া থাকবেই কিন্ত এগুলো কেন এক সময় ব্যাক্তিগত আক্রোশে পরিনত হবে ?? ........... আমি এখনো স্বপ্নহারা হইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.