যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অনেকটা সুপ্রভাত ভংগিতে খবর
ভাজে ভাজে নতুন বই খোলা গন্ধ
শূণ্য মহাযাত্রায় এইমাত্র মনোনীত হলাম
আবেগের শেকলটা খুলে বিযুক্ত হতে হবে।
কিছু নেয়া যাবে না। না চুম্বন না স্মৃতি
না কোন উপহার! না কোন সমপ্রদান
সব অধিকরণে ছিল শব্দটা যুক্ত হবে
পেড়ুতে হবে শূণ্য যাত্রা শূণ্য হাতে।
কিছু দেয়া যাবে না। না প্রেম না স্মরণ
না লাভজনক সূত্র অথবা অমরত্বের ঠিকানা
সবার মধ্যের আমাকে শূণ্য করে
সবটুকু নিজস্বতা নিয়ে শূণ্যে নির্বাসনে যাব।
উৎসর্গঃ পিয়াল ও সাদিক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।