আমাদের কথা খুঁজে নিন

   

শাহানা - জীবন ঘনিষ্ট রাইটারের ব্ল্লগিয় সাক্ষাতকার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শাহানা আগুনের পরশমনির আজকের অতিথি। ফটোগ্রাফির সাথে সাজুয্যপূর্ণ লেখা নাকি লেখার সাথে সংগতিপূর্ণ ছবি সে নিয়ে ইউরেনাস থেকে আর্থ, প্লানেটে প্লানেটে বিতর্ক চলতেই পারে তবে ব্লগাররা তার দিকে বিষ্ময়ভরা গুগলে তাকিয়ে থাকে। সেই ওয়েবলগ ভেংগে যখন পিটার মারহোজ ব্লগ শব্দটাকে পপুলার করে ছাড়লেন তখন তিনি কি কল্পনা করতে পেরেছিলেন শাহানা এটাকে ক্লাসিকাল শিল্পের পর্যায়ে নিয়ে যাবে! অথবা ধরুন হলবেরীর ক্যাটউইমেন যে সার্থকভাবে আবার ব্লগে হিট হয়ে যাবে! সেই অসামান্যার মুখোমুখি আজকে আমরা! চমৎকার জীবন ঘনিস্ট লেখা আর দারুন আত্ম-উপলব্ধিসম্পন্ন একজন মহীয়ান ব্লগারের সাথে আজকের আলাপচারিতা। আপনারা প্রশ্ন করতে থাকুন। বিঃ দ্রঃ এখন থেকে মাসে দুইদিন আগুনের পরশমনি দেখতে পাবেন। প্রথম ও তৃতীয় শনিবার। পরবতর্ী অতিথি ডেবরা - সামহোয়ারইনব্লগের প্রথম ব্লগার, দেখা যাবে 19শে আগস্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।