পাঁচ বছর বয়সে ফুফাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। গায়ে হলুদের দিন আপুকে পুকুর পারে (গ্রামের বাড়ি) গোসল করাতে নিয়ে কি যে মজা করেছিলাম (যদিও অল্প অল্প মনে আছে)। বৃষ্টির দিন ছিল । হলুদ মাখামাখি করতে করতে আমরা একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি শুরু করলাম। সে কাদায় ছিল কাঁচা হলুদের ঘ্রাণ।
সে কাদা ছোড়াছুড়িতে ছিল একটার মেয়ের নতুন জীবনের জন্য শুভ প্রার্থনা। সে কাদায় ছিল জীবনের কিছু রঙীন মুহূর্তের আনন্দোচ্ছ্বাস।
এতো বছর পর ব্লগে এসে আবার কাদা ছোড়াছুড়ি দেখছি। কথার কাদা ছোড়াছুড়ি। কেউ মহা উল্লাসে কাদা ছুড়ছে।
কেউ কাদা গায়ে পরায় আঁতকে উঠে সরে যাচ্ছে। কেউ পালটা কাদা ছুড়ছে। কারো কাদার গোলাপের ঘ্রাণে মনটা ভরে যায়। কারো কাদার দুর্গন্ধে মনে হয় চলে যাই এই ব্লগ ছেড়ে শতযোজন মাইল দুরে। কিন্তু যাওয়ার সথান নেই তাই আবার ফিরে আসি এই ব্লগের ধারে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।