আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রিত্ব ও বিয়েতে অনাগ্রহী যে কারণে...

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি ও গান্ধী পরিবারের পরবর্তী উত্তরাধিকারী রাহুল গান্ধী জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদের দৌড়ে নামতে তিনি আগ্রহী নন। একই কারণে বিয়ে করার বিষয়েও অনাগ্রহী তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে যখন রাহুলকে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়টি চিন্তাভাবনা করছে দল তখনই পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় এমপি ও সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন ভাবনার কথা তুলে ধরেন তিনি। আলাপচারিতায় ৪২ বছর বয়স্ক রাহুল বলেন, কারও সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ কিংবা সংসার পাতার ইচ্ছে নেই। পরিবারতন্ত্রের প্রথা থেকে কংগ্রেসের রাজনীতিকে বের করে নিয়ে আসতেই বিয়ে না করার কথা ভাবছেন তিনি।

কংগ্রেসকে বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়ন করতে চান। প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারেও একই কথা বলেন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসনে বসা আমার লক্ষ্য নয়। এই পারিবারিক প্রথার ইতি ঘটা প্রয়োজন। রাহুল জানান, মহাত্মা গান্ধীর জীবনাচরণ ও ভগবত গীতার মূলদর্শন ‘নিষ্কাম কর্ম’ বা নিঃস্বার্থ কর্মকাণ্ডে তিনি অনুপ্রাণিত।

টাইমস অব ইন্ডিয়া তথ্যসূত্র: এখানে ক্লিক করেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।