আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদীনামা : দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন পাকিস্তান

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

এক ব্লগারের মওদুদী নামা পইরা ভীষণ ভক্ত হইয়া পড়ছিলাম। আশা করি আপনাদের অনেকেই হইছে। তো লোকটারে পাক সরকার 1953 সালের 11 মে এক সামরিক ট্রাইবুনালে দাঙ্গার চক্রান্তকারী হিসেবে মৃতু্যদন্ড দেয়। যদিও তা বাস্তবায়ন হয় নাই। সহি সালামতে অনেক বছর বাচছেন তিনি।

তো মৃতু্যদন্ড ঘোষণার পরপরই আমেরিকান সরকারী গোয়েন্দা সংস্থার কাছে পাকিস্তান থাইকা যে রিপোর্টটা গেছিল তা তুইলা দিলাম। ক্লাসিফাইড এই রকম অনেক ডকুমেন্ট ডিক্লাসিফাইড হইতাছে, যা আমাদের মতো সাধারণ মানুষের হাতে পইরা চিন্তাভাবনার নতুন দিগন্ত খুইলা দিতাছে। পইড়া আবার ভাইবেন না, মওদুদী মার্কিন সরকারের হেট লিস্টে ছিল। বরং তার এই ক্যারেক্টার সার্টিফিকেট দেইখাই তারে রিক্রুট করছিল সিআইএ। উপমহাদেশে এমন পাওয়ারফুল একজনরে দরকার ছিল তাদের।

সার্টিফিকেটের সারবেত্তা- মওদুদী : দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন পাকিস্তান। আহা, এর চেয়ে দারুণ ক্রাইটেরিয়া আর কী হইতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.