এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে
গাড়ীর শহর ঢাকা,
বাড়ীর শহর ঢাকা,
গলির শহর,অলীর শহর,মন্ত্রি মিনিস্টার আর বস্তির শহর।আইন ভাঙ্গা আর গড়ার শহরও।
40সেঃ এ হাজার গাড়ীর হর্ন শুনতে শুনতে পাসপোর্ট অফিস থেকে ধানমন্ডি এসে এক বাসা খুজায় মনোযোগী,এক সময় আবিস্কার করলাম চার দিকে সব 10-12 তলা দালান আমি কম্পিউটার গেম এ যেমন গলি থাকে সে গলি ধরে হাটছি,আমি ই এখানে ছোট খেলনা, জনবিচ্ছিন্ন আমি।কোন শব্দ নেই...
তখন মনে মনে আউড়ে যাওয়া কটি শব্দ
শব্দের নিঃশব্দতা এখানে আকাশ ছোঁয়ায়,এ আকাশের নির্বাক বোবা চাহনী,দিগন্ত বিস্তৃত সমতল, সেখানেই পোকার অতল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।