আমাদের কথা খুঁজে নিন

   

জবরদস্তিমূলক আমাদের জায়গা ছিনিয়ে নেয়া হয়েছে তখন।

ভাবুক বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সারা বাংলাদেশে উন্নয়নের নামে প্রচুর ভাঙচুর হয়। সাধারণ মানুষকে সহায় সম্বলহীন করে জায়গা অধিগ্রহন করে সরকার। আমি নিজে এর শিকার, যে জায়গার দাম অর্ধ কোটি টাকা সেই জায়গার বিনিময়ে ৩ লাখ টাকা দেয়া হয়েছিল অমাকে। রাস্থা বড় হবে এই ভেবে সান্তনা দিয়েছিলাম নিজেকে। খুব খারাপ লাগে যখন দেখি পুলিশকে ঘুষ দিয়ে সেই জায়গায় অবৈধ ভাবে ফোরস্ট্রোক রেখে জনগনের চলাচল বিঘ্নিত করা হচেছ।

প্রসাশনের মানুষকে বলে,বাজার কমিটিকে বলে,কাউন্সিলরকে বলে কোন ভাবে কোন কিছু হয়নি। তবে কেন আমার মত শতশত মানুষ উন্নয়নের আশায় ত্যাগ স্বীকার করল? আমি অবশ্য উন্নয়নের আশায় তা করিনি,আমি অনেকটা বাধ্য হয়েই জায়গা দিয়ে দিয়েছি। আমি অজ বলব তখন আমাদের কাছ থেকে জবরদস্তিমূলক ভাবে জায়গা ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা নিরূপায় ছিলাম। তাও ভালো লাগত যদি দেখতাম আমাদের এই ত্যাগের কারনে জনগনের চলাচলে সুবিধা হয়েছে ।

আমি যে জায়গাটির কথা বলছি তা হল সিলেটের এয়ারপোর্ট রোড, আম্বরখানা পয়েন্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.