প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে ঢাকায় এখন পর্যন্ত পা রেখেছেন ৩০ জনের মতো বিদেশি ক্রিকেটার। যার অধিকাংশই শ্রীলঙ্কান। শ্রীলঙ্কানদের মধ্যে রয়েছেন তিলকরত্নে দিলশান, উপল থারাঙ্গা, থারাঙ্গা পারানভিথানা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো একাধিক জাতীয় দলের ক্রিকেটার। এছাড়া রয়েছেন আফগানিস্তান জাতীয় দলের দুই ক্রিকেটার মোহাম্মদ নবী ও মোহাম্মদ শেহজাদ। এসেছেন জিম্বাবুয়ে জাতীয় দলের আরও কয়েক ক্রিকেটার।
রয়েছেন স্কট স্টাইরিশ। পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ পাসপোর্টধারী আজহার মেহমুদ। এ মৌসুমের প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে মোহামেডানে নাম লিখিয়েছেন হায়দরাবাদের মোহাম্মদ আহমেদ শাকের। আজ ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় পর্বের খেলায় বিকেএসপি-৩ নম্বর মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ও সিসিএস। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম দোলেশ্বর এবং ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও কলাবাগান।
প্রথম রাউন্ডে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল জয় পেয়েছিল। সিসিএসকে মাত্র ৩৫ রানে গুটিয়ে দিয়ে ২১২ রানের বড় জয় পেয়েছিল আবাহনী। আজ আবাহনীর পক্ষে ইন্ডিকা ডি শরম, জানক্য গুরারত্নে ও থারাঙ্গা পারানভিথানা। প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বরে খেলবেন দুই লঙ্কান সাম্পাথ তিলকরত্নে ও রওসন ডি সিলভা। বিকেএসপি-৩ নম্বর মাঠে শেখ জামালের প্রতিপক্ষ সিসিএস।
প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে জামাল জিতেছিল ১৬ রানে। আজ খেলতে জামালের ক্যাম্পে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা। আগে থেকে রয়েছেন কৌশল্য কুলাসেকেরা, দিলশান মুনাভীলা ও মোহাম্মদ শেহজাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।