আমাদের কথা খুঁজে নিন

   

তড়িৎ স্বপ্নভঙ্গ

নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ।।

ধানমন্ডি ২৭ থেকে মহাম্মাদপুরের দিকে আসছিলাম রাত ৮ টা হবে, আবির ফোনে বলল ১১ টার গাড়িতে নোয়াখালী যাচ্ছে, আব্বু আম্মু এইবছর হজে যাচ্ছে, আব্বুর কিছু জরুরি কাজ শেষ করে দুদিন পরেই আবার ফিরে আসবে। কথা শেষ করে আমি রিকশায় বসে আছি, হঠাৎ মনে হল আগামি দুমাস আমি নোয়াখালি গেলে আব্বু আম্মুর সাথে দেখা হবেনা, হঠাৎ আমার কাছে আমার চারপাশের সব কিছু অর্থহীন মনে হতে লাগল, পুরো ঢাকা শহর, আমার কালকের জরুরি ক্লাশ, অফিসের জরুরি কাজ, রিকশায় থাকা রূপবতী তরুণী সব কিছু হঠাত করে গুরুত্বহীন হয়ে গেল। আমার খালি মনে হচ্ছিল এই মুহূর্তে আমাকে নোয়াখালী যেতে হবে, পকেটে টাকাও ছিলনা, তারপরেও আমি আবিরকে ফোন করে বললাম আমিও যাচ্ছি তোমার সাথে, টিকিট বুকিং দাও, ব্যাস, সব বাদ দিয়ে রাতেই আমি নোয়াখালী চলে গেলাম। ঘটনা খুবই ছোট এবং স্বাভাবিক, তবে এর ইফেক্ট অনেক সুদূর প্রসারী, আমি সেই রাতে গাড়িতে বসেই বুঝতে পেরেছিলাম আমার নিজের ইচ্ছায় চলার কোন ক্ষমতা আমার নেই, ভবিষ্যৎ নিয়ে অনেক সপ্ন দেখছিলাম, এক নিমিষেই বুঝতে পারলাম আমার সমস্ত সপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে । কারন উপরে উপরে হামবড়া ভাব দেখালেও আমিযে পরিবার নির্ভর ছেলে তা এই ছোট ঘটনাটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মোটামুটি ধার্মিক পরিবার থেকে এসেও মিডিয়া নিয়ে পড়াশোনা করছি, কাজও করছি এডভারটাইজমেন্ট নিয়ে, কেউ কেউ আমাকে বলে “তুমিত শালা বিপ্লব ঘটায়া ফেলছ, হুজুর ফেমেলি থেকে মিডিয়ার প্রেক্টিকাল ফিল্ডে, ব্রাভো” তবে আসল সত্য এটা নয়, আসল সত্য হচ্ছে আমার পরিবার থেকে বাঁধা এলে “উইদিন ওয়ান আওয়ার আমি মিডিয়া ছেড়ে নোয়াখালী চলে যাব” আমাকে বেকবোনলেস মনে হওয়া স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই, আমি আসলেই পরিবার নির্ভর ছেলে, সবচেয়ে বড় কথা আমি আমার বাবা-মা কে প্রচন্ডরকম ভালবাসি, কিন্তু প্রকাশ করতে পারিনা, আব্বু জিজ্ঞাসা করেছিল তুমিত আসার কথা ছিলনা? আমি কোন উত্তর দিতে পারি নাই। আব্বুর ফেসবুকে একাউন্ট থাকলে হয়ত আজকে উত্তর পেয়ে যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.