[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
দেয়ালের ওপাশে পায়ের শব্দ অসুখের,
গায়ে ছিটেফোটা জ্বরের খোঁচা,
ক্লান্ত হয়ে ঘরের আলোয় ঘুরে বেড়ানো
পোকার পিঠে দেখি নিজের ঠুনকো অবস্থান।
রেশমী কুন্তলের ছোঁয়ায় ভুলে যাই
প্রেম পিয়াস , রেশমী কুন্তল যেন আঁধারের
অনাহুত আগমনএবং সে কল্পনা এনে দিয়ে
করে মাতাল বিনা নেশাদ্রব্যে।
মাথার ভেতর লক্ষ শ্রমিকের নিস্তেজ চিৎকার
যখন তারা সহস্রফুট গভীরে কয়লা তোলে।
স্বপ্নের শ্লেটে অাঁকি সে কয়লায় প্রিয় রমনীর ছবি।
আমাজনের ছোট এক খালে যে ছোট নিঃসঙ্গ
মাছটি বাতাসের জন্য একটু মাথা উঁচু করে
তার সাথে শুধু অমিল আমার চারপাশে জল নেই।
বাড়ন্ত উত্তাপের দেহ টাকে আঁধারের পাহারায়
কবর দিয়ে আমি খুঁজতে থাকি স্বপ্ন স্বপ্নের
মাঝেই লোক চক্ষুর আড়ালে ,
ফুরিয়ে যাওয়া মেঘ তার স্বাক্ষী।
-----24/07/06(রাত ;2:00)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।