আমাদের কথা খুঁজে নিন

   

জ্বরবিকার

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

এমএসএন-এ আজ আমার নিক, জ্বর যার প্যারাসিটামল তার। কালকে রাত থেকে তেড়ে জ্বর এসেছে। বউ থাকলে মাথা টিপে দিতে পারতো। কিন্তু আমার প্যারাসিটামলই ভরসা। জ্বরের ঘোরে আবোলতাবোল স্বপ্ন দেখলাম।

কী একটা যেন সমস্যা, কিছুতেই মিলাতে পারি না, আর একটু পর পর নতুন নতুন লোক এসে ভ্যাজাল বাড়ায়। সকালে আয়নায় নিজের চেহারা দেখে বুঝলাম, দিনটাই আজকে খারাপ যাবে। আবার ঘুম দিলাম। দুপুরে উঠে ব্লগে ঢুকে দেখি কবিতায় কবিতায় সব ছয়লাপ। মনে পড়লো বহুদিন কবিতা লিখি না।

ব্লগে কবিদের ভালো ভালো কবিতা পড়ে নিজের মধ্যেও একটা হীনমন্যতা ঢুকে গেলো। কী লাভ লিখে, আমি যে ওঁদের মতো লিখতে পারি না। ভাবলাম আমার এই অনুভূতির কথা জানাই, কিন্তু সংশয়ে সংকল্প সদা টলে। তার উপর জ্বর। সংশয় হলো, মনের কথা গুছিয়ে লিখতে পারবো কি না।

জ্বরের ঘোরে আবোলতাবোল কিছু বলে ফেলি যদি। যদি কারো মনে দুঃখ দিয়ে ফেলি। যদি বৃথাই আছোলা বাঁশে মার্গপথ ছিন্নভিন্ন করি। তাই মন্তব্য থেকেও বিরত রইলাম। শেষমেশ ভাবলাম একটা পোস্ট দেই।

প্রথমে ভাবলাম, লম্বা কিছু তুলি, কিন্তু আমার পাঠকসমাজ এ ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রবল আপত্তি তুলে আসছেন। তাই ঠিক করেছিলাম টেলিফোন ডিরেকটরি গোছের ছোটখাটো একটা কিছু কপিপেস্ট করি। জাকিরুলকে দেখে কপিপেস্টের পরিকল্পনাও বাদ দিলাম। তাই এই পোস্ট। অধিক কী আর বলিবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.