হায় ব্ললগের সবাই ভাল আছেন তো। সপ্তাহ খানেক পরে দেখা হল বোধয়। আসলে আমি নতুন কিছু বই পড়ছিলাম। তার মধ্যে একটা বই অসাধারন। যদিও সেটা একটা ঐতিহাসিক উপন্যাস।
আশা করি আপনাদের অনেকের পড়া আছে। পিরিমকুল কাদিরভের উপন্যাস 'বাবর'। এটা একটা অসাধারন উপন্যাস। প্রতিটি চরিত্র যেন এখনো আবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মনে। দুই দিন ধরে আনন্দে ভরে আছে মন।
আমি সবসময় সাম্রাজ্য বিস্তারী শাসক দের সন্দেহ করি। খুব ঘৃনা নিয়ে তাদের জীবনী পড়ি। কিন্তু পিরিমকুল কাদিরভ দেখালেন। একজন কবির শাসক হয়ে উঠার কষ্ট। একদিকে কবিতা অন্যদিকে শাসক সুলভ নিষ্ঠুরতা এই হচ্ছে বাবরের জীবন।
যেখানেই তিনি যাচ্ছেন খুজে চলেছেন সে সব এলাকার কবিদের । আর লাইব্রেরী গুলো। জড়ো করছেন বিজ্ঞানীদের। তার অনেক অসাবধান মুহুর্তে নেমে এসেছে পরাজয়। তখন তিনি কবিতা রচনা করছিলেন আর শত্রুরা করছিলেন ষড়যন্ত্র।
বর্েেটালড ব্রেখটের একটা কবিতা পড়েছিলাম যার নাম ছিল' জানতে চাওয়া জনৈক সৈনিকের জিজ্ঞাসা' তিনি বলতে চেয়েছিলেন। এই যে এত রাজা বাদশা জয় করে চলেছেন বিভিন্ন রাজ্য, সে সব কি তিনি একাকী জয় করছেন। ইতিহাস লেখে শুধু তার নাম। বাইশ হাজার শ্রমিক বাইশ বছর ধরে তাজমহল তৈরী করেছে, তারা আজ কোথায় ? ইতিহাস শুধু জানে শাহজাহানের নাম। আসলে এই বইটি পড়লে অনেক কিছুই জানা যায়।
বাবরকে আমরা মোঘল বলেই জানি। বলা যায় এটা ইতিহাসে প্রতারনা। মোঘল তথা মোঙ্গল ছিলেন চেঙ্গিস খান, হালাকুখানের বংশ ধররা। বাবর ছিলেন তুকর্ীবীর তৈমুর লংয়ের বংশধর। তারা ছিলেন তুকী ভাষী 'বারালাস' উপজাতীর অনর্্তগত।
সবাইকে আমি বইটি পড়ার আহবান জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।