আমি একটা পাগল কোথাও যখন দেখি, এপ্রন গায়ে কোন এক মেয়ে, নীরব থাকি! নিশ্চল অনিমেষ, দৃষ্টি সীমা পর্যন্ত ভাবনা, এই সেই ইচ্ছার অনন্ত! খেয়াল অন্যত্র, অপূর্বদৃষ্ট সুন্দর অলক অজস্ত্র রমণীর রুপে কার ঝলক? অপেক্ষা, সঙ্গীর সঙ্গ পাওয়ার জন্য এড়ানো, একান্ত সম্পর্ক, স্পর্ষ, সন্ধি! বিশ্বাসী বিধায় আশায়, চেষ্টা বিরত অপছন্দ পশ্চাতে, যদিও শূণ্যতা অবিরত! সচেতন, দিতে পারিনা অহেতুক প্রস্তাব অনেক দূরত্ব কারণ সমতার অভাব! মোহে দিচ্ছে কত অলীক অলঙ্কার স্বচ্ছলতা হারিয়ে ছলিত, প্রচুর অসাড়! খুঁজি যত্রতত্র প্রকৃত হৃদয় আনন্দ সবার মনে বিরাজ কিছু সন্দ! ইদানিং উদাসীন, অদেখা নন্দিনীর জালাতন আমার চাওয়া সুবাস, সজীব ঘ্রাণ! সৌন্দর্যের রঙ হুলুদ, লাল, নীল হোক ভালো, যার সাথে মিল! ১১.০১.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।