যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মিশিগানের ডিয়ারবর্ণে অন্য দিনের মতই হতে পারতো ফাতেমীর সকাল
মাঝরাতে মালেক যদি লেবাননের ফোন কলটা ইগনর করতে পারতো!
তবে আরো 30 হাজার আরব আমেরিকানের সাথে সকালের ব্লাক কফি
আর ফোর্ডের কারখানার সামনে সেডারল্যান্ড রেস্টুরেন্টের জটলায়
আরব-আমেরিকান মিউজিয়াম দেখতে যাওয়ার হতে পারতো পরিকল্পনা!
ইসরাইলের চারটে সৈন্যর মূল্য দেড়শ লেবাননী পুর্ণ করতে পারে নি
ফাতেমীর বাবা বোমার ধম্কে বারান্দার রেলিং ছিটকে বেঁেচছে
কিন্তু মা, নানী, মামা-মামী, শিশুদের দংগল জ্যানত্দ হয়েছে ডেররীজ্
আমেরিকার লোভ হওয়ার উড়েছে আরবের ঐতিহ্য ছাড়বে না বলে
কিন্তু আজকে সবাই অসংখ্য লাশের ডাটাবেজে যুদ্ধক্ষতির ক্যালকুলেশন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।