আমাদের কথা খুঁজে নিন

   

আগামীদিনে বিলেতের বাজার শাসন করবে TESCO

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

আগোরা কিংবা নন্দন সম্পর্কে সবার ধারনা হল ওরা বাজার মূল্যের চেয়ে বেশি দামে জিনিসপত্র বিক্রয় করে। অনেকক্ষেত্রেই ব্যাপারটা সত্যি। অথচ বাংলাদেশ ছাড়া সারা বিশ্বেই Chain Supermarket মানেই হল কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রেতা। একারনেই হয়তো বাংলাদেশে কোন আনর্্তজাতিক Chain Supermarket আসছে না।

ফিরে আসি আসল কথায়। ইংল্যান্ডের সবচেয়ে বড় চেইন সুপারস্টোর হল Tesco। এছাড়াও রয়েছে Asda, Sainsburys, Morisson। নিত্যপ্রয়োজনীয় সব কিছুই এই স্টোরগুলোতে পাওয়া যায়। সুই সুতা থেকে শুরু করে মাছ মাংস, ডিম দুধ- সব কিছু।

আমার বাসার ঠিক সামনে একটা Morisson এর স্টোর আছে। বাংলাদেশে একজনকে Google Earth এ বাসাতে দেখাতে গিয়ে সে প্রশ্ন করল এত বড় গাড়ির গ্যারাজটা কি? আমি বললাম এইটা একটা ছোট্ট Morisson Superstore। সে আৎকে বলেছিল এইটাই যদি ছোট হয় তাইলে বড়গুলো কত বড়? এই দেশে সুপার স্টোরগুলো এমনই। বিচিত্র তাদের Offer, "Buy One get One Fee", একটা কিনলে অন্যটা পুরোপুরি ফ্রি। যা বাংলাদেশে কল্পনাও করা যায় না।

আবার অনেকে দেয় Buy one get another half price। তাছাড়া সারা বছরই এরা কোন না কোন sale offer দিয়েই রাখে। এরা জানে বেশি বিক্রি মানে বেশি লাভ, অথচ আমাদের দেশে বিক্রেতারা কম বিক্রি করেই লাভ তুলে আনতে চায়। যাই হোক, চোরে না শোনে ধর্মের কথা। না বুঝলে না বুঝবে, আমার কি? Tesco সম্বন্ধে কয়েকটা পরিসংখ্যান দেই, তাহলে বোঝা যাবে Tesco কত বড়? 1. ব্রিটেনের মানুষের খরচের 8 পাউন্ডের মধ্যে 1 পাউন্ড যায় Tescoর পকেটে।

2. গত বছরের শেষ দিকে মার্কেট শেয়ারের অনুপাত হল: Tesco 30.5% compared with Asda's 16.7%, Sainsbury's 15.9% and Morrisons' 11.3% 3. ব্লেয়ার সরকার আফ্রিকাতে সাহায্য দেয় 30 মিলিয়ন আর Tesco তাদের পন্য উৎপাদনে আফ্রিকাতে খরচ করে 130 মিলিয়ন। 4. Tesco কে যদি একটা দেশ আর এর আয়কে GDP ধরা হয় তাহলে এটা বিশ্বে 34 তম দেশ হবে। 5. ব্রিটেনে Tescoর লোকবল 2,50,000 আর বর্হিবিশ্বে 1,00,000।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।