মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
ছন্দোবদ্ধ কাব্যের শানিত ভঙ্গিমায়
বুকের পালংকে তীব্র সুখের র্নিলিপ্ততায়
কবিতার জন্ম হয় না।
কবিতার জন্য চাই আলোক সংবেদী জীবানুমুক্ত পরিবেশ
হাতের চেটোয় ক্লোরোফিল কলম নিয়ে
র্সূয স্নান করিয়ে নিতে হবে বারবার
অশ্লীলতা লিখতে না চাইলে, দুটুকরো ত্যানা জড়িয়ে নাও উর্ধব এবং নিম্নাংগে ;
স্নানরতা অবস্থায় লিখো না,
মধ্যযুগীয় কাব্যের জলছাপ পড়ে যাবে কবিতার গায়ে।
তোমার দানবীয় সত্ত্বার মৃত্যু রোধে নিশ্চিত করো, অক্সিজেন এর সাপ্লাই ।
ঠিক এরকম একটা পরিবেশে
ভীষণ রকম রমনীমত্ত কবি বিপ্লবের ডাল-পালা ছেটে দিয়ে,
প্রস্বেদন নিষিদ্ধ রতিতে সফল বিপ্লবের সোয়াদ খোঁজেন।
১০্থই জুলাই, ২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।