আমাদের কথা খুঁজে নিন

   

লুই বুনুয়েলের ত্রিস্তানা

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মা মারা যাবার পর তরুণী ত্রিস্তানার আশ্রয় হয় বুড়ো দন লোপের ঘরে। বুড়ো সচ্ছল, সজাগ ভদ্রলোক। তলে তলে ব্যবসা আবার ধর্ম ব্যাপারে সাম্যবাদী নীতিকে বিশ্বাসী। দোষ একটাই মেয়েদের ব্যাপারে তার কোনো নীতি নাই।

এই বুড়ো ত্রিস্তানার জিম্মাদার। প্রথমে বাবা সেজে তাকে মেয়ে বানায়। তারপর তার দুর্বলতা বুঝে তাকে এক্সপ্লোয়েট করে। শেষে তাকে নিজের বউ হিসাবে গণ্য করতে থাকে। কিন্তু ত্রিস্তানা বিয়ে করে এক পেইন্টারকে।

দন লোপেকে ছেড়ে চলে যায়। ফিরেও আসে কয়েক বছর পর। সামহাউ ত্রিস্তানার কারণে দন লোপের মৃতু্য ঘটে। শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে দিয়ে ত্রিস্তানা দন লোপেকে সাইজ করতে সমর্থ হয়। সিনেমাটি তৈরি হয়েছে 1970 সালে।

ত্রিস্তানা চরিত্রে অভিনয় করেছেন ক্যাথেরিন ডেনেউভ। দন লোপে চরিত্রে ফার্নান্দো রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।