সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
বিট জেনারেশনের লেখক ট্রুম্যান কাপোটে। জন্ম 1924, মৃতু্য 1984। তার একটি বিখ্যাত উপন্যাস ইন কোলড ব্লাড। উপন্যাসটি লেখার কাহিনী নিয়ে তৈরি হয়েছে কাপোটে সিনেমাটি।
1959 সালে আমেরিকার কানসাসে ঘটা খুনের একটি বাস্তব ঘটনা অবলম্বনে ননফিকশন নভেল লিখবেন বলে ঠিক করেন ট্রুম্যান কাপোটে। সেখানে যান তিনি। নানা ঘটনায় এক খুনির সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার। জানতে চেষ্টা করেন মানুষ কেন খুন করে। কিন্তু তার কাছে অস্পষ্ট থেকে যায় যে রাতে খুন হয়েছে সে রাতের ঘটনা।
কিন্তু উপন্যাসটি লেখেন তিনি। একজন লেখকের বিচিত্র ব্যক্তিত্ব, তার লেখার প্রক্রিয়া, বন্ধুদের সঙ্গে পাঠকের সঙ্গে এবং শেষ পর্যন্ত লেখার বিষয়ের সাথে তাকে মুখোমুখি হতে হতে হয় নানা ভঙ্গিতে। সিনেমার বিষয় যখন একটি উপন্যাস লেখার প্রক্রিয়া তখন সেটাকে ইন্টারেস্টিং বলতেই হবে, কী বলেন?
সিনেমার পোস্টারের সঙ্গে ট্রুম্যান কাপোটের ছবি দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।