বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
17 বছরের শামীমা সেতু মেক্সিকো সিটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। দেশে নীরবে যে একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে তার পরিধিটা সীমিত হলেও শামীমার সাফল্যের খবরটি নিউ ইয়র্কে জাতিসংঘ শিশু তহবিলের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় এ বছরের এপ্রিলের 11 তারিখে। দেশ সম্পর্কে নেতিবাচকতায় যখন আমরা খুব হতাশ হয়ে পড়ি তখন শামীমার খবরটি নতুন আশার ভোর দেখায়, জোগায় আত্মবিশ্বাস আর শক্তি এই দেশকে সামনে এগিয়ে নেয়ার।
এ বছরের মার্চ মাসে কুমিল্ল্ল্লার শামীমা ও তার বান্ধবী ডলি বস্তি এলাকায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর পয়:ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রসারে তাদের সাফল্যের গল্প মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত শিশুদের বিশ্ব পানি ফোরামে তুলে ধরে। শামীমা নিজের আঁকা হাতের ছবি দিয়ে বস্তির অবহেলিত মানুষদের মাঝে জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বিস্তার ঘটাচ্ছে।
শামীমার আঁকা ছবি দিয়ে জনস্বাস্থ্য সচেতনতার প্রকল্পটি সারা পৃথিবী থেকে আসা 55টি প্রকল্পের মধ্যে দশম স্থান লাভ করে। শামীমা ও ডলি ইউনিসেফের এনভায়রোনমেন্টাল স্যানিটেশন, হাইজিন ও ওয়াটার সাপ্ল্লাই ইন স্ল্লাম এরিয়া প্রজেক্টে পরিবেশ কর্মী হিসেবে কাজ করে। তাদের কাজের স্থান হচ্ছে কুমিল্ল্লার আড়াই হাজার অধিবাসী নিয়ে গড়ে উঠা এক বস্তি। তারা বস্তির ঘরগুলোতে নিয়মিত পরিদর্শন করে সবাইকে ছবির মাধ্যমে উদ্বুদ্ধ করে পরিস্কার পানি পান, নিরাপদ ও পরিচ্ছন্ন পয়:ব্যবস্থা ব্যবহার, খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া ও ময়লা আবর্জনা সরিয়ে মুক্ত পরিবেশ তৈরীর সুফল সম্পর্কে। তাদের এই কাজ বস্তিতে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বাড়িয়েছে যারা সচরাচর এ সম্পর্কে সবচেয়ে বেশী অসচেতন।
তারা কিছু টাকা তুলে বস্তির মেয়েদের লেখাপড়ায় সাহায্য জোগায়।
সতেরো বছরের শামীমা আর ডলি কুমিল্ল্লার ছোট বস্তিতে যে দৃস্টান্তমূলক পরিবর্তনের সূচনা করেছে তার জন্য কোটি কোটি টাকার দরকার হয় না, দরকার হয় না আমলাদের ঘনঘন আনাগোণা, দরকার হয় না রাজনৈতিক বক্তৃতা, দরকার হয় না দেশী-বিদেশী কনসালটেন্ট। শুধু দরকার তৃণমূল পর্যায়ে কিছু নিস্বার্থ, নিবেদিত ও স্বতস্ফূর্ত তরুণ-তরুণী যারা পরিবর্তনের প্রজ্জলিত মশাল তুলে দিবে নতুন প্রজন্মের কাছে। যেমনটা শামীমা বলেছে তার সাক্ষাৎকারে, "Now we are small, but when we grow up then we can teach our little brothers and sisters, the younger generation, to understand what is good and what is bad".
যারা মূল প্রতিবেদনটি পড়তে চান: http://tinyurl.com/q6hcc
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।