আমাদের কথা খুঁজে নিন

   

অফ-লাইনের আড্ডা ঃ কালপুরুষের স্বর্গ

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

তারিখ ঃ 23 জুন 2006। ভেনু্য ঃ কালপুরুষের স্বর্গ। যেই জম্পেস, সুপার-ডুপার, বাম্পার আড্ডা দিলাম গত কাল! যারা ছিলেন না তারা যে কি মিস করেছে তা তারা নিজেরাও জানেনা।

শুরুতেই কালপুরুষ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি - এত বিশাল আয়োজন করার জন্য। কালপুরুষ পরিবার আর ব্লগ পরিবার মিলে একাকার হয়ে গেছে কালপুরুষের ভালোবাসার খামারে এসে। প্রথমে কালপুরুষের স্বর্গের ছাদে আলো আধারের মাঝে আড্ডার হলো ঘন্টা খানেক। পিচ্চি বন্ধু প্রাপ্তি, সারিয়া আপা, প্রাপ্তির মা, কৌশিক ভাই ও ভাবী, ধানসিড়ি, সুনীল সমুদ্র, অন্যমনষ্ক শরৎ, আতাউর রহমান কে আমি যেয়ে পেয়েছি আর আমার পরে এসেছে স্মার্ট বয় আবু সালেহ আর পিচ্চি আরাফাত। ইমন ভাই ওরফে রাগ আপু এসেছেন আরো পরে।

আরাফাত কে পিচ্চি পেয়ে আমি আর শরৎ মিলে অনেক ফাপর দিছি (আরাফাত - ভুল হইলে মাপ চাইয়া লইয়েন, তাও মাইন্ড খাইয়েন না)। এত আয়োজন ছিল লিখে শেষ করা যাবে না। আমি সংেেপ বলছি, কালপুরুষ ভাবি দুইটা সুপার গান গেয়েছেন, জুনিয়র কালপুরুষের গানের গলা খুবই ভালো অনেকটা তাহসানের মত। কালপুরুষের ছোট দুই ভাইয়ের সাথেও পরিচয় হলো একজন মিউজিশিয়ান অপর জন মার্শাল আর্ট ট্রেইনার (উনি র্যাব থুক্কু ক্যাব মানে কালপুরুষ এ্যাকশন ব্যাটিলিয়ন এর মহা পরিচালক সম্ভবত চোর নামে যে ব্লগারের আসার কথা ছিল তাকে ধরার জন্য উনাকে আনা হয়েছিল !)। আমাদের সারিয়া আপা একটা গান আবৃত্তি করেছিল (শুনলে আমার খবর আছে) !! ইমন ভাইয়ের গানের গলা তো পুরা মেয়েদের মত !! সুনীল সমুদ্র 23 জুন'কে নিয়ে তার লেখা ব্লগটি পড়ে শোনালেন, আমরা মুগ্ধ ! কালপুরুষ আবৃত্তি করলেন নজরুলের কবিতা।

এক ফাকে আমরা প্রাপ্তিকে নিয়ে করা ডকুমেন্টরি টা দেখলাম। আরো অনেক অনেক মজা হয়েছে, যেহেতু আমি বড় সাইজের লেখা লেখি না তাই আমাকে এখানেই থামতে হলো। বিশেষ অনুরোধ ঃ অফ লাইনের আড্ডাতে যারা ছিলেন আপনার দয়া করে মন্তব্যে মজার মজার ঘটনাগুলো সবাই কে বলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.