এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে
বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ। ক্লাশে বসে খবর পেলাম,টিটু ফাজ গাঁজা খেয়ে বক্তৃতা দিচ্ছে মাঠে বসে। এই জিনিস মিস করা যায় না।
বেক বেনচার হবার সুবিধা, মূহুর্তে নিয়ে নিলাম,বের হয়েই মাঠে। বেচারা আজই প্রথম।
পোলা পানের পাল্লায় পড়লে যা হয়।
পুরান পাপীরা চা এনে দিল খাবার জন্য,তাকে ঘিরে আমরা ফাজিল গুলো তামসা করছি। ও চা ঠিক মতো রাখতে পারছে না। চায়ের কাপের দিকে তাকিয়ে বলছে..।
এই তো চাঁদ উঠেছে...ছন্দা কই? ওরে আমার চাই, এই তো ছন্দারে দেখা যায়....(ও ছন্দা কে পছন্দ করত)
সাবাই যখন ফাজলামী করছে,তখন তার সেই ডায়লগ....আই অ্যাম দ্যা কিং অফ কার্জন হল, ছন্দা ইজ দ্যা কুইন অফ কার্জন হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।