"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
আমি ভেবেছিলাম এতো মানুষের ভীড়ে মন্তব্য বা কিছু না লেখাই ভাল। কারণ মন্তব্য বা কিছু লিখতে গেলে কারো না কারো বিরাগভাজন যে হব সেটা আমি বুঝতেই পারছি। তবুও আমার মনে হলো ব্যপারটা একটু খোলাসা করা দরকার। আবার এটাও চিন্তা করলাম আমি এ নিয়ে কি ভাবি সেটা সবাই জানুক। কারণ প্রশ্নটা "শ্ল্লীল" বা "শালীন" ও "অশ্লীল" বা "অশালীন" নিয়ে।
এখানে পুরো ব্যাপারটাই দৃষ্টিভঙ্গির। পোষ্টটা নিয়ে বিতর্ক হতেই পারে, হবেও এই ধরণের পোষ্ট হলে। কারণ "শ্লীল", "অশ্লীল", "শালীন" ও "অশালীন" এই কথাগুলো আপেক্ষিক। এবং এই কথাগুলো সমাজ, পরিবেশ ও পারিপাশ্বর্িক অবস্থার নিরিখে বিচার ও বিশ্লেষণ করে তবেই গ্রহণযোগ্যতা পায়। "শ্লীলতা" ও "অশ্লীলতা" এর ব্যাখা বা সংজ্ঞা সমাজ, ধর্ম, শিা, সংষকৃতি, দর্শন, কৃষ্টি, মানসিকতা ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল।
এক এক সমাজে "শ্লীল" ও "অশ্লীল" -এর স্বীকৃতি ও স্বরূপ এক একভাবে পালিত বা গৃহীত হচ্ছে। আমাদের সমাজ রক্ষণশীল তাই আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। যা কিছু দৃষ্টিকটু বা নিন্দনীয়, যা শ্রবনযোগ্য নয় বা যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করা ঘৃনার ব্যাপার এবং যা যা করা বা করতে যাওয়া দূষনীয় তা'ই "অশ্লীল"। যেখানে এগুলোর কোন কিছুই নেই বা থাকতে পারে না বা থাকা উচিৎ নয় বা আছে এমন ভাবতেও অবান্তর মনে হয় তা'ই "শ্লীল"। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এই সবকিছু বিচার করছি।
অনেকে আরও অনেক বিষদ ব্যাখা দিতে পারেন। যা এই স্বল্প পরিসরে হয়তো সম্ভব নয়।
পোষ্টের মূল কাঠামো এবং শব্দ বিন্যাসের মারপ্যাঁচে এক একজন এক এক রকম ভাবছেন। তবে বিতার্কিক হিসেবে নিজের প্রতি আস্থা রেখেই আমি কিছু যুক্তি উপস্থাপন করতে চাই। অবশ্যই তা বিতর্কের মূল ভাব ও বিষয়বস্তুর চুলচেরা বিচারের মাধ্যমে।
নিজের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রেখে আমি পোষ্টটাকে বা বিষয়টাকে ঠান্ডা মাথায় খুব ভাল করে এবং গভীরভাবে আবারও সকলকে পড়তে অনুরোধ করছি। সবার চিন্তা ও চেতনাকে নিরপেক্ষ ও উন্মুক্ত করার জন্য এই অনুরোধটা না করে পারছি না।
আপনারা লক্ষ্য করুন পোষ্টে যে "প্রস্তাবনা" দেয়া হয়েছে তা ইনভার্টেড কমার মধ্যে আছে কিনা। আমি দেখছি আছে। সুতারাং ধরে নিতে পারি পুরো প্রস্তাবনাটা অন্যমনস্ক শরৎ- এর নিজস্ব কোন "কোট" বা "কোটেশন" বা কোন "উক্তি" বা বিতর্কের বিষয়বস্তু যা "প্রস্তাবনা" আকারে উপস্থাপন করা হয়েছে।
এটা যে শরতের নিজের কথা তা কিন্তু একবারের জন্যেও উল্ল্লেখ নেই। কারণ ইনভার্টেড কমার মধ্যে থাকা প্রস্তাবনাটি নির্দ্দিষ্টভাবে শুধুমাত্র এই বিষয়টিকে পোষ্ট হিসেবে দেয়া যাবে কী না এর উপর। শরৎ প্রস্তাবনাটির কেমন গ্রহণযোগ্যতা পায় তা নির্ণয় করতে বা মাপতে চেয়েছে। এই প্রস্তাবনাকে রূপক হিসেবে ব্যবহার করে এমন সব ধরণের প্রস্তাবনার মূল্যায়ন বা গ্রহণযোগ্যতাকে এক কথায় "হ্যাঁ" কিংবা "না" উত্তর চাওয়া হয়েছে। তাই এর বিষদ ব্যখা, আলোচনা বা ভাব সমপ্রসারণ সবকিছুই কিন্তু এই "হ্যাঁ" কিংবা "না" কে নিরূপণ করার জন্য।
আপনি যুক্তি দিয়ে অবশ্যই বলবেন প্রস্তাবনাটি "শ্লীল" বা "অশ্লীল" হবে কী না। এবং পারলে অবশ্যই বলবেন কেন "হ্যাঁ" হবে বা কেন "না" হবে ।
অথচ আপনারা অত্যন্ত জঘন্য ও অশ্লীল ভাষার ব্যবহার করে আপনাদের যে মনোভাব বা চিন্তার প্রকাশ ঘটালেন তাতে অন্যমনস্ক শরৎ যেমন পোষ্টটা দিয়ে যুক্তিহীন বিতর্কের অবতারণা করেছে আপনারা কেউ কেউ তার চেয়েও বেশী নোংরা মানসিকতার পরিচয় দিয়ে ফেলেছেন। যার কোন প্রয়োজনই ছিল না। আপনার ভাল না লাগলে কোন মন্তব্য করতেন না।
সোজা ইগনোর করতেন। আর মন্তব্য করতে হলে মন্তব্যের শুরুতে অবশ্যই লেখা উচিৎ ছিল "হ্যাঁ" কি "না"। আমি জানি সবাই আমার মত "না" উত্তর দিতেন। আর তার থেকেই বোঝা হয়ে যেত এই সাইটে কে কি চায়। অথর্াৎ নোংরামির কোন জায়গা এখানে নেই।
নোংরামি কোন ভাবেই এই সাইটে সহ্য করা হবে না বা হতে দেয়া যাবে না।
এবার পোষ্টটা নিয়ে কিছু বলা যাক। ইনভার্টেড কমার মধ্যে তার "প্রস্তাবনা" বা প্রতিপাদ্য শেষ। তারপর তার জিজ্ঞাস্য ছিল, "যদি সত্যিই এমন একটা 'প্রস্তাবনা' ব্লগে প্রকাশ করা হয় তাহলে এটিকে কোন ধরনের পোষ্ট বলে আপনারা মনে করেন"। এখন প্রশ্ন হচ্ছে ব্লগের পরিভাষায় এই ধরণের পোষ্ট "শ্লীল" হবে নাকি "অশ্লীল" হবে? আপনি কোন পক্ষ নেবেন? এই প্রস্তাবনা পোষ্টের পক্ষে এবং বিপক্ষে আপনাদের মতামত দেবেন।
সবার মত যে এক হবে তা না। তবুও এই প্রস্তাবনার সূত্র ধরে ব্লগে পোষ্ট আসতে পারে "আছেন এমন কেউ লিভ টুগেদার-এ আগ্রহী", "আছেন এমন কেউ পার্টটাইম লাইফ পার্টনার হতে চান" অথবা "আছেন এমন কেউ যিনি প্রেমে নয় সেক্সে বিশ্বাসী " ইত্যাদি ইত্যাদি। তখন ব্লগে লগইন করে আপনি আমি সবাই এক বিব্রতকর অবস্থার স্বীকার হবো। যাই হোক আমি শরৎ'কে অনুরোধ করবো জরিপ শেষে পোষ্টটি মুছে ফেলার জন্য। আশা করি এসব বিষয়ের অবতারণা সবাই ভাবনা চিন্তা করেই করবেন।
পরিশেষে এই ব্লগ পরিবারে নিজেদের মানিয়ে চলার মত পরিবেশ ধরে রাখি যাতে আমাদের বিনোদনের পথটা যেন হারিয়ে না যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।