পশ্চিমবঙ্গের হুগলিতে পোলিও ভ্যাক্সিনের বদলে ভুল করে হেপটাইটিস-বি ভ্যাক্সিন দেয়ায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে ১২৪ শিশু। অসুস্থ শিশুদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র (বিডিও)।
সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রে এমন ঘটনার সত্যতা স্বীকার করে পশ্চিমবঙ্গের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে অবহেলাজনিত ভুলে ৫৭টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, তবে সুস্থ হবার পর তারা সবাই বাড়িতে ফিরেছে৷
আরো জানা যায়, ভ্যাক্সিন নেয়ার কিছুক্ষণ পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। একজন অভিভাবক দেখতে পান যে, স্বাস্থ্যকর্মীরা পোলিওর বদলে হেপাটাইসিস বি লেখা ভ্যাক্সিন খাওয়াচ্ছে শিশুদের।
ঘটনার জেরে কর্মরত ছয় স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
এর আগে গত জুলাই মাসে ভারতের বিহারে ২৩ স্কুলছাত্রের মৃত্যু হয়। স্কুল থেকে দেয়া খিচুড়ি খেয়ে বিষক্রিয়ায় ওই শিক্ষার্থীদের করুণ মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।