www.nahidlink.com
বিশ্বকাপ রেকর্ডে ব্রাজিলই সেরা। পাঁচবার চ্যাম্পিয়ান হয়েছে বলে নয়। তারাই একমাত্র দেশ যারা অন্য মহাদেশ থেকে শিরোপা জয় করে নিয়েছে। এ পর্যন্ত 17টি বিশ্বকাপের 9টি হয়েছে ইউরোপ আর 7টি হয়েছে উত্তর ও দক্ষিন আমেরিকাতে, 1টি এশিয়াতে। এর মধ্যে কেবল ব্রাজিল 1958 তে সুইডেনের স্টকহোম থেকে বিশ্বকাপ জয় করতে সক্ষম হয়।
এছাড়া ইউরোপের কোন দেশ আমেরিকা থেকে বা আমেরিকার কোন দেশ ইউরোপ থেকে জয় করতে পারে নি। বিশ্বকাপের ফাইনালে এ যাবৎ 20 বার ইউরোপের দেশ আর 12 বার দক্ষিন আমেরিকার দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে শিরোপা জয়ের দিকে থেকে সমান নয় ইউরোপ ও আমেরিকা। 8 বার করে জিতেছে ইউরোপ ও 9 বার দক্ষিন আমেরিকার দেশ। মজার ব্যাপার হলো 16টি আসরের ফাইনালে 32টি দল খেলেছে।
কিন্তু এই 32 দল হলো মাত্র 12টি দেশের। দেশগুলি হলো ব্রাজিল 7 বার, জার্মানি 6 বার, ইতালি 5 বার, আর্জেন্টিনা 4 বার, উরুগুয়ে 2 বার, হাঙ্গেরী 2 বার, হল্যান্ড 1 বার করে ফাইণাল খেলেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।