আমাদের কথা খুঁজে নিন

   

আন্দাজে থিসিস কপচাবেন না

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ঈষৎ আলোড়ন তুলে প্রস্ফুটিত হয় সদ্য মুক্তি পাওয়া স্বপ্ন ঈশ্বরের করতল থেকে আর কিশোরীর আত্মমগ্ন শৈশবের চৌহদ্দি না পেরুতেই নব্য বিশ্বাসীদের, --------------------------------------- একটা সোজা সাপ্টা কথা, এখানে পাকিস্তানে পতাকা প্রর্দশন চলবে না। চাঁদ-তারার অসভ্য কর্ীতি বন্ধ করুন। পৃথিবীর উপগ্রহ নিয়ে কথা বলুন, আকাশের নক্ষত্র নিয়ে আলোচনা করুন। ঈশ্বর কে বিশ্বাস করে আলোচনা করুন, বিশ্বাসে ঈশ্বরের উপস্থিতি নিয়ে কথা বলুন, বিশ্বাস করুন , অবিশ্বাস করুন, যুক্তি দিন র্তক করুন, যুক্তি ভাল না লাগলে ল্যাম্প পোস্ট হয়ে দাড়িয়ে থাকুন, যুক্তিতে না পারলে মুড়ি খান। কিন্তুআন্দাজে থিসিস নামাবেন না দয়া করে। আর অশ্লিল আর শ্লী্লল এর পর্াথক্য শিখুন । পাকিস্তানি পতাকা আর মুজরারত পাকিস্তানি শিল্পী দুয়ের ব্যবধান শিখুন। আর কোন কিছু ভাল না লাগলে ব্যক্তিগত স্মৃতিচারন করুন। দয়া করে সংস্কৃতির হোম মেইড সংজ্ঞা দেবেন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।