বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, ওয়ান, টু, থ্রী... মাইক্রোফোন পেলে কে আর থামায়? কে ঠেকায়? শততমের বক্তৃতা একটা অলিখিত ট্রাডিশন এখানে। স্বগতোক্তি করার একটা সুবর্ণ সুযোগ। তারই প্রস্তুতিপর্ব চলছে মনে মনে। হঠাৎ করে ফ্লাড লাইট আপনার উপর। সবাই জানতে চায় না বলা কথাগুলো।
গ্রন্থিবন্ধ ভাবনাগুলো রহস্যের হাত থেকে মুক্তি চায়? তাই ভাবছি, কি কি লিখব আমার 200তম পোস্টিং-এ?
অবশ্যই ব্যক্তিগত কিছু অনুভূতি ও ভাবনা নিজের অজান্তেই মনের মাঝে বিশালভাবে নাড়া দেয়। নিজের ভাল লাগা ও খারাপ লাগার একান্তমুহুর্ত্বগুলোর কিছুটা প্রকাশ করব। জীবণের ফেলে আসা দিনগুলোর কিছু স্মৃতিকথা তুলে ধরব। তুলে ধরব, আমি নিজে এখনও একজনকে ক্ষমা করতে পারিনি?তার কথা। আমার জীবণের সবচেয়ে বিব্রতকর মুহুতর্্বটি যার মুখোমুখি যাতে কখনও কাওকে পড়তে না হয়? বলব, ব্ল্লগে আমার সবচেয়ে প্রিয় লেখাটির কথা।
বাংলা ব্ল্লগে যে লেখাটি লিখতে আমার সবচেয়ে বেশী কস্ট হয়েছিল সেটি কোনটি? আরও আছে কিছু মজার ঘটনা। একবার একরাতে দাওয়াত মিস্ করে সারারাত ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়েছিল, সেই রাতটির কথা। কোন হতাশা নয়, দু:খ নয়, ব্যর্থতা নয়, বরং আশার কথা আর সাফল্যের কথা তুলে ধরব 200তম পোস্টিং-এ। সে রকম ভাবনার চিএপট নিয়ে ভাবতে ভাবতে এখানেই বিদায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।