আমাদের কথা খুঁজে নিন

   

শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালকসহ ২ ব্যাক্তি নিহত এবং আরও ২ ব্যাক্তি আহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল বাসেদের পুত্র আনোয়ার হোসেন (২৫) এবং চট্টগ্রাম জেলার বাঁশখালি গ্রামের মৃত রেবতী মোহন বড়ুয়ার পুত্র দেবু বড়ুয়া (৬০)।
 
জানাগেছে, গতকাল রাতে টেম্পুযোগে বগুড়া শহর থেকে নয়মাইলে ফেরার পথে রাত ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলতলা নামক স্থানে শাজাহানপুরগামী একটি অটো টেম্পুকে বিপরীত মুখির ট্রাক ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে গিয়ে ওই দুইজন নিহত হয়। দুর্ঘটনায় রুবেল (৩৫) এবং পিণ্টু (৩৫) নামের ২ যুবক আহত হয়েছে। শাজাহানপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত টেম্পুটি উদ্ধার করেছে এবং নিহতদের লাশ মর্গে প্রেরণ করে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।