ইউক্রেনের রাজধানী কিয়েভের ভজ্দভজিহেনকার বাড়িগুলো উনবিংশ শতাব্দীর ধাঁচে বানানো। সামনে ঝাঁ চকচকে রাস্তা। বৈভবের এতটুকু অভাব নেই। কিন্তু আজ সেটি দাঁড়িয়ে রয়েছে পরিত্যক্ত ভুতুড়ে বাড়ির মতো।
সাজ সজ্জার কমতি না হলেও বাড়িগুলো কিনতে বিশেষ ক্রেতা জোটেনি।
বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার কারণেই না কি এই অবস্থা ভজ্দভজিহেনকায়।
২০০৮ সালে কিয়েভগোরস্ত্রয় নামে একটি সংস্থা এই স্বপ্নপুরী বানানোর জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভের ৪২ একর জমি বেছে নিয়েছিল । তখনও তাঁরা জানতেন না কী ঘটতে চলেছে ভবিষ্যতে। তাই নতুন প্রকল্প নিয়ে খুব খুশি ছিলেন সংস্থার ডেপুটি হেড তারাস জিয়াবকিন।
বছর ঘুরতেই তৈরি হয়ে যায় আবাসনের বেশ কিছু ফ্ল্যাট।
কিন্তু ক্রেতার দেখা মেলে না। আর সে কারণেই কিছু গানের ভিডিও-র শুটিং ছাড়া কোনও কিছুই হয় না এখানে। বিশেষ কাউকে আসতেও দেখা যায় না। কারণ যে দু-এক জন এখানে বাড়ি কিনেছেন তাঁরা কেউই থাকেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।